• আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এ বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি | হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি | দেশে এইচএমপিভি নিয়ন্ত্রণে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা | বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা | নিয়ম অ – নিয়মের মধ্য দিয়ে চলছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল | প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ |

জবি রোভার স্কাউটস এর শীতবস্ত্র বিতরণ

| নিউজ রুম এডিটর ৩:৫২ অপরাহ্ণ | জানুয়ারি ২৬, ২০২২ জাতীয়

রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপ এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বার্ষিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ‘সবার প্রতি আহবান, শীতার্তদের পাশে দাড়াঁন’ এই স্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণ করে বিশ্ববিদ্যালয়ের রোভারিয়ানরা।

বুধবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রোভার স্কাউট এর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ ও ড. মো. আবু লায়েক। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কর্তৃক প্রতি বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ড করে আসছে।