• আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ | দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টা | জামাতার স্বপ্ন পূরণেই কি ‘গাজা দখল’ নিতে চান ট্রাম্প? | আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা | প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার | ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি | ‘হাসিনা তুমি এই প্রজন্মের সঙ্গে বিট্রেই করে ভুল করেছো’ | ‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন | হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ‘৩২ নম্বর’ ভাঙচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার | সৃজিত প্রসঙ্গে কথা বলতে চান না মিথিলা |

জামিন পেয়েই সিনেমার প্রচারণায় হেলেনা জাহাঙ্গীর

| নিউজ রুম এডিটর ৮:৩৯ অপরাহ্ণ | জানুয়ারি ২৭, ২০২২ চলচ্চিত্র, বিনোদন

আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। জেল থেকে মুক্তি পাওয়ার পর জনসম্মুখে তাকে সেভাবে দেখা যাইনি। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাতে তাকে বিএফডিসিতে দেখা যায়। তিনি গণমাধ্যকে বলেন, ‘ভাইয়ারে’ নামে সিনেমায় অভিনয় করেছেন। সেই সিনেমার প্রচারণার জন্য বিএফডিসিতে এসেছেন।

সিনেমা প্রসঙ্গে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘প্রথমবারের মতো অভিনয় করেছি সিনেমায়। তাও আবার আমার ব্যক্তিজীবনের সঙ্গে মিলে গেছে। তা চিন্তা করলে অবাক লাগে। আমার ইচ্ছা, ভালো কোনো গল্প পেলে আরও সিনেমায় অভিনয় করব।’

তিনি আরও বলেন, ‘আমার খুব ইচ্ছা কারাগারের কয়েদির জীবন নিয়ে সিনেমা তৈরি করার। সে যে কষ্ট যারা গেছে তারা বলতে পারবে। কিন্তু এই গল্পে সিনেমা করতে পারবো কি না খোঁজখবর নিচ্ছি। আমার খুব শখ বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা তৈরি করার। আমাদের নেত্রী যেসব উন্নয়ন করেছেন সেগুলো নিয়ে সিনেমা বানাতে চাই।

রকিবুল আলম রাকিবের পরিচালনায় ‘ভাইয়ারে’ সিনেমায় অভিনয় করেছেন রাসেল মিয়া, অ্যালিনা শাম্মি, সাখাওয়াত সাগর, জারা, সীমান্ত আহমেদ, বড়দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন, সুজন রাজাসহ আরও অনেকে। মো. ফখরুল হোসেনের প্রযোজনায় সিনেমার কাহিনি, সংলাপ, গিত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের।