• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

জামিন পেয়েই সিনেমার প্রচারণায় হেলেনা জাহাঙ্গীর

| নিউজ রুম এডিটর ৮:৩৯ অপরাহ্ণ | জানুয়ারি ২৭, ২০২২ চলচ্চিত্র, বিনোদন

আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। জেল থেকে মুক্তি পাওয়ার পর জনসম্মুখে তাকে সেভাবে দেখা যাইনি। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাতে তাকে বিএফডিসিতে দেখা যায়। তিনি গণমাধ্যকে বলেন, ‘ভাইয়ারে’ নামে সিনেমায় অভিনয় করেছেন। সেই সিনেমার প্রচারণার জন্য বিএফডিসিতে এসেছেন।

সিনেমা প্রসঙ্গে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘প্রথমবারের মতো অভিনয় করেছি সিনেমায়। তাও আবার আমার ব্যক্তিজীবনের সঙ্গে মিলে গেছে। তা চিন্তা করলে অবাক লাগে। আমার ইচ্ছা, ভালো কোনো গল্প পেলে আরও সিনেমায় অভিনয় করব।’

তিনি আরও বলেন, ‘আমার খুব ইচ্ছা কারাগারের কয়েদির জীবন নিয়ে সিনেমা তৈরি করার। সে যে কষ্ট যারা গেছে তারা বলতে পারবে। কিন্তু এই গল্পে সিনেমা করতে পারবো কি না খোঁজখবর নিচ্ছি। আমার খুব শখ বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা তৈরি করার। আমাদের নেত্রী যেসব উন্নয়ন করেছেন সেগুলো নিয়ে সিনেমা বানাতে চাই।

রকিবুল আলম রাকিবের পরিচালনায় ‘ভাইয়ারে’ সিনেমায় অভিনয় করেছেন রাসেল মিয়া, অ্যালিনা শাম্মি, সাখাওয়াত সাগর, জারা, সীমান্ত আহমেদ, বড়দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন, সুজন রাজাসহ আরও অনেকে। মো. ফখরুল হোসেনের প্রযোজনায় সিনেমার কাহিনি, সংলাপ, গিত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের।