মোঃরফিকুল ইসলাম মিঠু।। গাজীপুর ওয়ারেন্ট ভূক্ত এক মামলার আসামীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
জানা গেছে,গত ২৭ জানুয়ারি সকালে গোপন সাংবাদের ভিত্তিতে মোস্তফিজুর রহমান মন্ডল (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় (৪৬০) চারশত ষাট গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২১৬০ টাকা ও একটি মোবাইল সহ গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃশাহ্ আলম জানান,আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট এবং একাধিক মামলাও রয়েছে।এই সংক্রান্ত বিষয়ে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে যাহার নাং ১৬((১)২২।