• আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী রাকিব আটক

| নিউজ রুম এডিটর ৫:২৭ অপরাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২২ লক্ষ্মীপুর, সারাদেশ

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী রাকিব নামে একজনকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
রায়পুর পৌর ১নং ওয়ার্ড কাঁচারি মোল্লা বাড়ীর বাসিন্দা রাকিব ।

ফুলগাজী থানার মামলা নং -০৩ , তা – ১৯/১১/১০ ইং , জি আর -১১৯/১২ , দায়রা মামলা নং -২০২/১২ , ধারা -৩৯৬ পেনাল কোড এর মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামী হুমায়ুন হাসান রাকিব (৩৫ ),পিতা আবুল কালাম ডাকাতি ও খুনের মামলার আসামি হয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় রায়পুর থানার ওসি শিপন বড়ুয়ার নেতৃত্ত্বে এসআই ইমদাদুল হক, এএসআই আতিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ রায়পুর উপজেলার বডার এলাকা থেকে আটক করে রায়পুর থানা পুলিশ।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া সাজাপ্রাপ্ত আসামি আটকের বিষয় নিশ্চিত করে বলেন ,অপরাধীরা যে এলাকারই হোক অপরাধ করে পালিয়ে বেড়ালেও সাজা তাকে পেতেই হবে। রায়পুর থানার এই ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষার্থে সবসময় চলমান থাকবে।