• আজ ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘আ.লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে’ | মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর | ঐকমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখরুল | ১৩ নভেম্বর ঘিরে সতর্ক সরকার, সন্ত্রাসীদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা | ১০ নভেম্বর শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সময়, আবেদন যেভাবে | রাজধানীতে গির্জায় ককটেল হামলা | ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন সম্ভব | শেরপুরের ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা | সালমান শাহ হত্যা মামলার আসামি কে এই আজিজ মোহাম্মদ ভাই? | জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের |

রাত পোহালেই সাদুল্লাপুরে ৮ ইউনিয়নে ভোট : ৭৯টি কেন্দ্রে ভোট নেয়া হবে ইভিএমে

| নিউজ রুম এডিটর ৪:৪০ অপরাহ্ণ | জানুয়ারি ৩০, ২০২২ গাইবান্ধা, সারাদেশ

আশরাফুল ইসলাম গাইবান্ধা: নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারী সোমবার। রাত পোহালেই ভোট এবার ৮ ইউনিয়নের ৭৯টি কেন্দ্রেই ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের সর্বশেষ প্রস্তুতি হিসাবে আজ ৩০ জানুয়ারী রবিবার দুপুর ১২টায় সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয় ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তাগণ।

এরআগে, সকাল সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর বহুমুখি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভোট কেন্দ্রের দায়িত্বরত আইনশৃঙ্খলাবাহীনির সদস্যদের নিয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম (সেবা)। এসময় বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রোকসানা বেগম ও সাদুল্লাপুর থানার অফিসার ইনর্চাজ ওসি প্রদীপ কুমার। এ সময় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ৪ থেকে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইন শৃংঙ্খলা বাহীনি এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য,উপজেলার রসুলপুর, নলডাঙ্গা, দামোদারপুর, ফরিদপুর, ধাপেরহাট, ইদিলপুর, ভাতগ্রাম ও খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫৯ জন প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য (মেম্বার) পদে ৬১৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে ৮ ইউনিয়নে মোট ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার ৮৬ হাজার ৫৩১ জন ও পুরুষ ভোটার ৮৫ হাজার ৪১ জন ।