• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটেনের ভবিষ্যৎ রানি কে, জানালেন এলিজাবেথ

| নিউজ রুম এডিটর ৫:২৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৬, ২০২২ আন্তর্জাতিক, যুক্তরাজ্য

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, তার ছেলে প্রিন্স চার্লস রাজা হলে তিনি চান চার্লসের স্ত্রী ডাচেস অব কর্নওয়েল ক্যামিলা ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিতি পাক। বিবিসি অনলাইন আজ রবিবার এ খবর প্রকাশ করেছে।

সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় রানি তার এ ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

এর আগে মনে করা হতো চার্লস রাজা হলে ক্যামিলা হয়তো প্রিন্সেস কনসর্ট হিসেবে পরিচিতি পাবেন।

তবে রানির নতুন ঘোষণা ক্যামিলার ভবিষ্যতে রানি হওয়ার পথকে প্রশস্ত করেছে। ক্লিয়ারেন্স হাউজের মুখপাত্র বলেছেন, প্রিন্স অব ওয়েলস চার্লস ও তার স্ত্রী ক্যামিলা রানির ঘোষণায় ‘মুগ্ধ এবং সম্মানিত’ বোধ করছেন।

রানি তার ঘোষণায় বলেন, ‘এটা আমার একান্ত ইচ্ছে, যথাসময়ে ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন।

বিবিসি জানিয়েছে, ব্রিটেনে সিংহাসনে থাকা রাজার স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয়।

তাই ক্যামিলার ভবিষ্যৎ উপাধি হবে রানি ক্যামিলা।
তবে ব্রিটেনে সিংহাসনে থাকা রানির স্বামী প্রিন্স কনসর্ট হিসেবেই পরিচিত হন। তাদের কিং কনসর্ট বা রাজা ডাকা হয় না।