• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি

| নিউজ রুম এডিটর ৭:৩৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২২ আইন ও আদালত, লিড নিউজ

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। সমিতির কার্যনির্বাহী পরিষদের ১১ টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ মোট ১০টি পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীদের বিপুল জয় হয়েছে। অপরদিকে যুগ্ম সম্পাদকের একটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণের পর রাতভর গণনা শেষে শুক্রবার সকাল ১১টায় এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আফজালুল করিম।

জেলা আইনজীবী সমিতি নির্বাচন উপ-পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার জানান, ঘোষিত ফলাফলে ৪৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লস্কর নুরুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত এসএম সাদিকুর রহমান লিংকন পেয়েছেন ৩২৮ ভোট। অপরদিকে স্বতন্ত্র সভাপতি প্রার্থী একেএম আলমগীর হোসেন পেয়েছেন ১০ ভোট।

সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রফিকুল ইসলাম খোকন ৫৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ ঈমন ২৫৯ ভোট পেয়েছেন।
সহ সভাপতির ২টি পদে যথাক্রমে মোস্তাফিজুর রহমান নওশের ৫৩২ ভোট এবং বিষ্ণু পদ মুখার্জি ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

যুগ্নগ্ম সম্পাদকের ২টি পদে যথাক্রমে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কাজী আবুল কালাম আজাদ ৪৬৬ ভোট এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. জাহিদুল ইসলাম পান্না ৪০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম মোল্লা বিজয়ী হয়েছেন ৪৩৮ ভোট পেয়ে।

এদিকে নির্বাহী সদস্যের ৪ পদে বিজয়ীদের মধ্যে আনোয়ার হোসেন বাচ্চু ৫৫৪ ভোট, আর্শিব উদ্দিন শাওন ৬২৬, আতিকুর রহমান খান ৫৫৮ এবং সুমন বাড়ৈ ৪৫৯ ভোট পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আফজালুল করিম জানান, জেলা আইনজীবী সমিতির ৯৭৫ জন সদস্য ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ৮৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।