মোঃফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে দুই ড্রাম ট্রাকের মুখমোখি সংঘর্ষে উভয় চালক আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। কুরিগ্রামের জামাল (২২) ও বাগেরহাটেরণ নাঈম (২৫) নামে দুই চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ছনবাড়ির দিক থেকে আসা একটি বালু ভর্তি একটি ড্রাম অপরদিক থেকে আসা ড্রাম ট্রাকের মুখমোখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই ট্রাকের চালক আহত হয়। তৎক্ষনিক ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টও মো. মাহফুজ রিবেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অসাবধানতার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত চালকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।