মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর সদর ইউনিয়নের মথুরা পাড়ায় একটি টিনের বসতঘর অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে। গত শনিবার দিবাগত রাত পৌণে ১ টার দিকে ওই এলাকার রনির বসতঘরে আগুন লাগে। ঢাকা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী জানায়, রাতে রনির বসত টিনের ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, ফায়ার সার্বিসের ২টি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। একটি বসতঘর আগুনে পুড়ে যায়। ধারনা করা হচ্ছে রান্না করার চুলা থেকে আগুনের সূত্রপাত্র হয়।