• আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীতে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার ৪

| নিউজ রুম এডিটর ১:০৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৫, ২০২২ সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু।। গাজীপুর টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

জানা গেছে ১৪ ফেব্রুয়ারি রাত ২ টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে৷ টঙ্গী পশ্চিম থানাধীন বেক্সিমকোর সামনে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে মনিরুজ্জামান (২৭), সাইফুল ইসলাম জীবন(২২)নাহিদ হোসোন(২৪), নবির হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়।

গাজীপুর মহানগর পুলিশ ধৃত আসামীদের হেফাজত থেকে ৩২ ইঞ্চি ১ টি বাটসহ তলােয়ার, ১ টি বাটসহ ৩০ ই রামদা, ১ টি প্লাস্টিকের বাট ১৯ ইঞ্চি১ টি ছুরি এবং স্টিলের বাটসহ সাড়ে ১৩ ইঞ্চি১ টি ছুরি । এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দাযের করাহয়। মামলা নং ০৯, ১৪/০২/২০২২ ইং

এ ব্যাপারে টংগী পশ্চিম থানার ওসি শাহআলম বলেন আমি আমার সর্ব শক্তি ও মেধা দিয়ে টংগী পশ্চিম থানা এলাকাকে মাদক এবং সন্ত্রাস মুক্ত করবো। জনগন যেন পুলিশের প্রতি শ্রদ্ধাশীল হতেপারে সেই লক্ষেই এগিয়ে যাচ্ছি। তারই ফল স্বরৃপ ডাকাত গ্রেপতার।