![](https://peoplesnews24.com/wp-content/uploads/2022/02/received_1091817771390568.jpeg)
![](https://peoplesnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আঃ রউফ (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। সে শ্যামসিদ্ধি গ্রামের মঠ বাড়ির মো. ফটিক বেপারীর পুত্র। বুধবার সকাল ৬ টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আঃ রউফ মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে আঃ রউফ’র মৃত্যু হয়। বাদ যোহর শ্যামসিদ্ধি খেলার মাঠে মরহুমের জানাজা শেষে সেলামতি বাগবাড়ি কবরস্থনে মরহুমের লাশ দাফন করা হয়েছে।