• আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ২০ বস্তা ইউরিয়া সার সহ পাচার কারি আটক

| নিউজ রুম এডিটর ৮:০৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৬, ২০২২ বাগেরহাট, সারাদেশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ২০বস্তা ইউরিয়া সার ও নসিমোন সহ চালক মিরাজ হাওলাদার কে আটক করেছে পুলিশ। সদর মডেল থানার এ এস আই মোঃ আশরাফুল আলম বলেন, মঙ্গলবার রাতে সারের কোন মেমো দেখাতে নাপারায় বাগেরহাট সদর উপজেলার মাদ্রাসা বাজার থেকে ২০বস্তা ইউরিয়া সার ও নসিমোন সহ চালক মিরাজ হাওলাদার কে আটক করা হয়। আটক মিরাজ হাওলাদার কচুয়া উপজেলার প্রতাপপুর গ্রামের জলিল উদ্দিন হাওলাদারের ছেলে।

আটক মিরাজ জানায়,তাকে বাধাল বাজার থেকে ভাড়া চুক্তিতে সার ব্যবসায়ী সুমন ২০ বস্তা ইউরিয়া সার দিয়ে মাদ্রাসা বাজারে পাঠিয়েছে।সার ডিলার আঃ ছালাম সুমন বলেন, আমি প্রতিষ্ঠানে না থাকায় আমার কর্মচারী দিতেও পারে বা অন্য কোথাও থেকে নিতে পারে। কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন বলেন, ইউনিয়ন ডিলার তার নিদ্দিষ্ট এলাকার বাহিরে সার বিক্রয়ের কোন সুযোগ নেই। যদি কোন ডিলার এধরনের কাজ করে তাহলে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।