• আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালী ৯ লক্ষ পঞ্চাশ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক

| নিউজ রুম এডিটর ৯:৪৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৭, ২০২২ আইন ও আদালত

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে পটুয়াখালীর গলাচিপা থেকে ৯ লক্ষ পঞ্চাশ হাজার টাকার জাল নোট উদ্ধার সহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ।

১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ম
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গলাচিপা পৌরসভার কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার টাকার ৭৯৬টি ও পাঁচশ টাকার ৩০৮টি নোটসহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগিরকে (৩৫) গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃত আসামি পটুয়াখালীর রাঙ্গাবালী পূর্ব বাহের চর, ১নং ওয়ার্ডের মৃত তোফাজ্জেল ওরফে রত্তন হাওলাদারের ছেলে।

তার বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানা ও সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।

পটুয়াখালী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শাহজাহান খান জানান,পুলিশ বাদী হয়ে পটুয়াখালী গলাচিপা থানায় বিশেষ ক্ষমতা আইনে ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সহযোগী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।