
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল অপারেটর থেকে গ্রাহকদের কাছে সব ধরনের এসএমএস বাংলায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আজ রবিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সভাকক্ষে গ্রাহকদের সব ধরনের এসএমএস বাংলায় পাঠানোর এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, আগামীকাল থেকে মোবাইল অপারেটর হতে গ্রাহকদের জন্য সব ধরনের এসএমএস ও নোটিফিকেশন বাংলায় পাঠানো হবে।
এরা আগেও বিটিআরসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, সবধরনের গ্রাহকের কাছে মোবাইল অপারেটরের এসএমএস ও নোটিফিকেশন সহজবোধ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে