মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ৩০ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত।
মঙ্গলবার অভিযোগ গঠন শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে রফিকুলকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তিনি নিজেকে নিরপরাধ দাবি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গত ৮ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
এর আগে গাজীপুরের গাছা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ২৬ জানুয়ারি রফিকুলের অভিযোগ গঠন করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
গেল বছরের ৭ এপ্রিল নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুলকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।