• আজ ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন |

নওগাঁর আত্রাইয়ে মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

| নিউজ রুম এডিটর ৭:৪৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৭, ২০২২ নওগাঁ, সারাদেশ

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আত্রাই উপজেলা মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল।

এসময় উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, সহ-সভপতি মোঃ গহের আলী, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল,নওগাঁ জেলা পরিষদের মহিলা সদস্যা ও উপজেলা মহিলা আওয়ামী নেত্রী ফেরদৌসী রহমান ডেজি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম,উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহেদী মসনদ স্বরুপ,উপজেলা মহিলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জাহেদা বেগমসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।