আবুল কাশেম রুমন,সিলেট: দিন দিন দেশ জুড়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতীতে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন প্রতিবাদ ও মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করছে মহানগর বিএনপি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রতিবাদ সমাবেশ। ইতোমধ্যে সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. খোন্দকার মোশাররফ হোসেন। তিনি প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন। এছাড়াও সিলেট সিটি করপোরেশেইেরনর মেয়র আরিফুল হক চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত হয়েছেন।
এদিকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বুধবার (২ মার্চ) বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার বিকাল ৩টায় নগরীর রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত হবে প্রতিবাদ সমাবেশ। এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।