আশরাফুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভায় জন্ম নিবন্ধন সংশোধনী করতে এসে ব্যাপক ভাবে ভোগান্তিতে পরেছে পৌরসভার বাসিন্দাগণ। বিগত সময়ে থাকা পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ এর করা জন্ম নিবন্ধন ভুলে ভরা হওয়ায় বর্তমান পৌর এলাকার বিশাল একটি অংশের বাসিন্দাদের জন্ম নিবন্ধন সংশোধন করা প্রয়োজন। প্রতি দিন পৌর বাসিন্দাগণ নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের ভুলে ভরা জন্ম নিবন্ধন সংশোধন করতে এসে পৌরসভা হতে ফিরে যাচ্ছেন। দিনের পর দিন ঘুরলেও পাচ্ছেন না জন্ম নিবন্ধন সংশোধনীর সুযোগ। বর্তমান সময়ে সকল ক্ষেত্রে জন্ম নিবন্ধন প্রয়োজন হওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।
পৌরসভা কার্যালয়ে আসা ভুক্তভোগী পৌরবাসিন্দাগণ জানান,বর্তমান সময়ে সকল ক্ষেত্রে জন্ম নিবন্ধন প্রয়োজন হওয়ায় ইউনিয়ন পরিষদ হতে করা ভুলে ভরা জন্ম নিবন্ধন সংশোধনীতে এসে হচ্ছে না এতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে দিনের পর দিন ঘুরেও কোন সমাধান হচ্ছে না।
এ বিষয়ে পৌর সচিব শাহজাহান রিপন বলেন,সার্ভারে পাসওয়ার্ড বন্ধ থাকায় আমরা পলাশবাড়ী পৌরসভার বাসিন্দাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে পারছি না। আমরা পৌরসভার পক্ষ হতে জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে অবগত করেছি। আশা করছি দ্রুত সময়ে জন্ম নিবন্ধন সংশোধনীর সকল জটিলতা দূর হবে।
জননতো পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন, জন্ম নিবন্ধন সংশোধনীতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। জেলা প্রশাসকের সংশ্লিষ্ট বিভাগে আমরা লিখিত ভাবে জানিয়েছি আশার করছি দ্রুত এর সমাধান হবে।
এবিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোছাঃ রোকসানা বেগম জানান,জন্ম দিন সংশোধনীর জটিলতার বিষয়টি পৌরসভা আমাদের অবগত করেছেন। আমরা সংশ্লিষ্টদের অবগত করেছি। নতুন পৌরসভার ক্ষেত্রে এরকম জটিলতা হয় পৌরসভার পক্ষ হতে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে দ্রুত এ সমস্যার সমাধান হবে।