• আজ ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প | ইসিতে আপিল করে যা বললেন তাসনিম জারা | হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা | খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা | বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি | আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতে সার্ক পুনরুজ্জীবনের তাগিদ প্রধান উপদেষ্টার | স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী | অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায় | স্বামীর পাশেই শেষ শয্যা, চলছে বেগম খালেদা জিয়ার কবরের মাপজোখ | বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিন সাধারণ ছুটি |

সিরাজদিখানে নারী মাদক ব্যবসায়ীসহ মাদক সম্রাট আলো আটক

| নিউজ রুম এডিটর ৭:৩৫ অপরাহ্ণ | মার্চ ১, ২০২২ সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চোলাই মদসহ একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট আলাউদ্দিন ওরফে আলো (৫৫)ও তার সহযোগী শিল্পী ডি-ক্রুজ (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।

আলাউািদ্দন ওরফে আলো উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের পুত্র ও শিল্পী ডি-ক্রুজ একই এলাকার তরুন ডি-ক্রুজের স্ত্রী।গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিতিতে শিল্পী ডি-ক্রুজের বসত বাড়ীর রান্না ঘর হতে ২০ লিটার চোলাই মদসহ তাদের দুজনকে আটক করে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ। শেখরনগর তদন্ত কেন্দ্রের আইসি (ক্যাম্প ইনচার্জ) মো.নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আলো বেপারী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ।

সে নিজে মদ তৈরী করে সাপ্লাই দেয় । তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় ৮ টি মাদক মামলা রয়েছে । কয়েকটি মামলায় সে সাজা ভোগও করেছে । বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তার সহযোগী শিল্পী ডি-ক্রুজের বসত বাড়ীর রান্না ঘর থেকে ২০ লিটার চোলাইমদসহ তাদের দুজনকে আটক করা হয় । তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে ।