নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় মোট ৪৭ হাজার ৭শ খামারে ৩ কোটি ২ লক্ষ ৭৮ হাজার ২৯৫টি প্রাণী প্রতিপালিত হচ্ছে। এ জেলায় ডিম, দুধ ও মাংস উদ্বৃত্ত উৎপাদিত হচ্ছে।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দিন জানিয়েছেন নওগাঁ জেলায় গরুর খামার রয়েছে মোট ২৪ হাজার ৭শ ৩২টি। এসব খামারে মোট গরু প্রতিপালিত হচ্ছে ৩৮ লক্ষ ৭২ হাজার ৪শ ৯০টি। এর মধ্যে দেশী জাতের গরু রয়েছে ১৮ লক্ষ ৮১ হ্জাার ৬শ ১১টি এবং শংকর জাতের গরু রয়েছে ১৯ লক্ষ ৯০ হাজার ৮শ ৭৯টি।
জেলায় মহিষের খামার রয়েছে মোট ১৫টি। এই ১৫টি থামারসহ পারিবারিকভাবে মোট মহিষ রয়েছে ৪ লাখ ৯০ হাজার ৭৩২ািট। মোট ১ হাজার ৬শ ৬৮টি খামারে ছাগল রয়েছে ১২ লক্ষ ৪৪ হাজার ৩৯৭টি। ৬শ ৬৩টি খামারে ভেড়া প্রতিপালিত হচ্ছে ৫ লক্ষ ১২টি।
জেলায় মুরগীর খামার রয়েছে ৪ হাজার ৪শ ৪৩টি। এসব খামারে মোট মুরগী রয়েছে ২ কোটি ২ লক্ষ ৬৬ হাজার ৮৫২টি। এর মধ্যে ২৭৫৭টি খামারে সোনালী মুরগী রয়েছে ৭০ লক্ষ ১০ হাজার ২৬৬ািট, ১৪৪১টি খামারে ব্রয়লার মুরগী রয়েছে ৪৯ লক্ষ ৬৬ হাজার ৩২১টি এবং ২৪৫টি খামারে লেয়ার মুরগী রয়েছে ৬ লক্ষ ৩৮ হাজার ১০৮টি এবং দেশী মুরগী রয়েছে ৭৬ লক্ষ ৫২ হাজার ১৫৭টি।
জেলায় মোট ১০৪৬টি খামারে বিভিন্ন প্রজাতির হাঁস প্রতিপালিত হয়েছে ২৯ লক্ষ ৭০ হাজার ৪৭২টি। এর মধ্যে দেশী জাতের হাঁস ২৩ লক্ষ ৬৩ হাজার ৮৩৯টি, বানিজ্যিক জাতের ২ লক্ষ ৯৯ হাজার ৩৮৬টি এবং রাজহাস রয়েছে ৩ লক্ষ ৭ হাজার ২৪৭টি।
এদিকে ২ হাজার ১শ ২০টি খামারে কবুতর পাতিল হয়েছে ৯ লক্ষ ১৮ হাজার ৭৪০টি। বিভিন্নভাবে ৮৯২টি টার্কি, ৮ হাজার ১৮৮টি কোয়েল পাখি এবং ৫ হাজার ৫শ ২০টি সৌখিন পাখি প্রতিপালিত হচ্ছে।
প্রাণী সম্পদ কর্মকর্তা আরও জানিয়েছেন বছরে জেলায় বিভিন্ন প্রাণীজ মাংস উৎপাদিত হয়ে থাকে ২ কোটি ৮৮ লক্ষ মেট্রিক টন। জেলায় মাংসের চাহিদা ১ কোটি ২৭ লক্ষ মেট্র্কি টন। নওগাঁ জেলায় উদ্বৃত্ত মাংস উৎপাদিত হয়ে থাকে বছরে ১ কোটি ৬১ লক্ষ মেট্রিক টন।
জেলায় মোট ডিম উৎপাদিত হচ্ছে ৬১ কোটি ৬৬ লক্ষ এবং জেলার চাহিদা ৩০ কোটি ২৬ লক্ষ। উদ্বৃত্ত ডিম উৎপাদনের পরিমাণ ৩১ কোটি ৪০ লক্ষ।
এ ছাড়াও বছরে জেলায় দুধ উৎপাদনের পরিমাণ ২ কোটি ৬৬ লক্ষ মেট্রিক টন এবং জেলার মোট চাহিদা ১ কোটি ৬৫ লক্ষ মেট্রিক টন। উদ্বৃত্ত দুধ উৎপাদনের পরিমাণ ১ লক্ষ মেট্রক টন।
উল্লেখ্য জেলায় মোট জনসংখ্যা ২৯ লক্ষ ১০ হাজার ৫৭১ জন। প্রতিদিন জনপ্রতি মাংসের চাহিদা ১২০ গ্রাম, দুধের চাহিদা জনপ্রতি ২৫০ মিলিলিটার এবং ডিম বছরে জনপ্রতি ১০৪টি।