• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তাহিরপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যনগণের শপথ গ্রহন

| নিউজ রুম এডিটর ১:১৮ অপরাহ্ণ | মার্চ ২, ২০২২ সারাদেশ, সিলেট

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

উল্ল্যেখ, গেল ৭ ফ্রেব্রয়ারি সারা দেশের ন্যায় সপ্তম ধাপে( শেষ ধাপে) জেলার তাহিরপুরে ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন সম্পন্ন হয়।

উপজেলার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে মো. আলী হায়দার, শ্রীপুর দক্ষিণ আলী আহমদ মুরাদ, বাদাঘাট মো. নিজাম উদ্দিন, বালিজুরী মো. আজাদ হোসেন, তাহিরপুর সদর জুনাব আলী, বড়দল উত্তর মো. মাসুক মিয়া,বড়দল দক্ষিণ ইউনিয়নে মো. ইউনুছ আলী নব নির্বাচিত চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহন করেন।

শপথগ্রহন শেষে চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলা প্রশাসক।

শপথ গ্রহনের প্রাক্কালে নব নির্বাচিত চেয়ারম্যানগণেল উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সকল কার্যক্রমে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব নিতে হবে,নাগরিকদের ভালোভাবে সেবা দিতে হবে।

আপনাদের মাধ্যমে আমরা যেন নাগরিক সেবার মান বাড়াতে সরকারের উন্নয়ন মুলক কার্যক্রম ভালোভাবে বাস্তবায়ন করতে পারি।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যকর্মীগণ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।