• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এক লাখ ইউক্রেনীয় শরণার্থীকে বিনামূল্যে পৌঁছে দিবে উইজ এয়ার

| নিউজ রুম এডিটর ১:২৬ অপরাহ্ণ | মার্চ ২, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ সপ্তম দিন। গত বৃহস্পতিবার থেকে সেখানে রুশ সেনারা হামলা চালাচ্ছে। রুশ সেনাদের হামলা থেকে নিজেদের রক্ষা করতে ইউক্রেন ছেড়ে ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে লাখ লাখ শরণার্থী।

এদিকে, এক লাখ ইউক্রেনীয় শরণার্থীকে স্বল্প দূরত্বের ফ্লাইটে বিনামূল্যে বহন করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি ভিত্তিক এয়ারলাইন উইজ এয়ার।

বুধবার এক টুইট বার্তায় ইউক্রেনীয় শরণার্থীদের জন্য এই অফারের ঘোষণা দেয় স্বল্পমূল্যের ইউরোপীয় বিমান সংস্থা উইজ এয়ার।

টুইট বার্তায় বলা হয়, ইউক্রেনীয় শরণার্থীদের নিজ গন্তব্যে পৌঁছাতে সহায়তা করার জন্য উইজ এয়ার ছিল ‘প্রতিশ্রুতিবদ্ধ’।

এতে আরও বলা হয়, ইউক্রেনীয় শরণার্থীরা মার্চ মাসে পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং রোমানিয়া থেকে ছেড়ে যাওয়া উইজ এয়ারের ফ্লাইটে বিনামূল্যে যাতায়াত করার সুযোগ পাবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ৬ লাখ ৬০ হাজার মানুষ আশপাশের দেশে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে গেছেন।

তাদের বেশিরভাগ আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ডে।
সূত্র: বিবিসি