

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশীপুর ও গংগারহাট বাজারের দুটি মুদি দোকানের সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ঘষামাজার কারণে কান্তি স্টোর ও রিয়াজ ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
এছাড়া কাশীপুরের নিপা বেকারিকে তাদের উৎপাদিত খাদ্য পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি না লেখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আরেফিন এবং ফুলবাড়ী থানা পুলিশ সহযোগিতা করেন।