• আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে সুদের টাকা নিয়ে হামলা !! পিতা ও পুত্ররা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

| নিউজ রুম এডিটর ১:১২ অপরাহ্ণ | মার্চ ৮, ২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে পিতা ও পুত্ররা সুদের টাকা নিয়ে হামলায় ঘটনায় ওসমানী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে,ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা উনিয়নে। আহতরা হচ্ছেন নিজ বুরুঙ্গা গ্রামের সমর দেব, তার দুই ছেলে সুবল দেব ও সঞ্জিব দেব।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুদ ব্যবসায়ীরা বুরুঙ্গাবাজারে তাদের উপর হামলা চালালে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। তাদের অবস্থা সংকটজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সুবল দেব তার দুই ছেলেকে নিয়ে বুরুঙ্গা বাজারে কলা বিক্রি কর ছিলেন। আকস্মিক ভাবে পশ্চিমটিলা গ্রামের মহসিন আলীর ছেলে ইমন ও গজিয়ারচর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে জামালের নেতৃত্বে ৬/৭ জনের একটি সন্ত্রনাসী দল বুরুঙ্গাবাজারে প্রবেশ করে দ্রুত কলাহাটি গিয়ে হামলা চালায়। তাদের হাতে ছিল রামদা রডসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র। এসময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে সাধারণ জনগণ এলোমেলো ছুটা ছুটি করে আত্মরক্ষা করেন। সন্ত্রাসীরা সমর দেব ও তার দুই ছেলেকে মারধোর করে। তাদের গগণবিদারী চিৎকারে ঘটনাস্থলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। সন্ত্রাসীরা ইচ্ছে মতো তাদের মারধোর করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জামাল ও ইমন সুদের ব্যবসার সাথে জড়িত। তাদের কাছ থেকে কিছু দিনের জন্য কিছু টাকা নিয়েছিলেন সমর দেব। তার সুদ পরিশোধে দেরি হওয়ায় এই নারকীয় হামলা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে আলাপকালে ওসমানীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এসএম মাইন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে আমরা কাজ করছি। এখনো এ ব্যাপারে কোন মামলা দায়ের হয়নি।