• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক |

টাঙ্গাইলে গোপন সংবাদের ভিত্তিতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ

| নিউজ রুম এডিটর ৬:১৪ অপরাহ্ণ | মার্চ ১০, ২০২২ টাঙ্গাইল, সারাদেশ

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১০০ বস্তা চাল জব্দ করেছে ভূঞাপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা ধুবলিয়া থেকে চাল ভর্তি (নরসিংদী-ন-১১-০১৪৯) ট্রাকটি কালিহাতি উপজেলার নারান্দিয়া যাওয়ার পথে ভূঞাপুর-তারাকান্দি সড়কের বাহাদিপুর এলাকা থেকে জব্দ করা হয়।

চাল সহ ট্রাকটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম। এসময় ভূঞাপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলা কুঠিবয়ড়া এলাকার বাবু (বাবলু) নামের চাউলের মহাজন ও তার সহযোগী মোস্তফা দীর্ঘদিন ধরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজি চাল গোডাউনজাত করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। আজ সকালে ধুবলিয়া এলাকায় তার গোডাউন থেকে ট্রাক ভর্তি ১০০ বস্তা সরকারি চাল বিক্রির জন্য কালিহাতি উপজেলায় যাওয়ার পথে ট্রাকটিকে জব্দ করে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর- তারাকান্দি মহাসড়কের বাহাদিপুর এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল সহ ট্রাকটি জব্দ করা হয়েছে। জব্দকৃত চালের বস্তাগুলো সহ ট্রাক ও ট্রাকের ড্রাইভার থানা পুলিশ হেফাজতে রয়েছে। গাড়ীর ড্রাইভার জব্দকৃত চালের চালান বা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি বলেও জানান তিনি।