ইউক্রেন ইস্যুতে নিষেধাজ্ঞায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে অনুসরণ করল অস্ট্রেলিয়াও। এবার ধনকুবের রোমান আব্রামোভিচ-সহ ৩৩ বিশিষ্ট রুশ ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করল দেশটির সরকার।
অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞায় আওতায় ৩৩ রুশ ধনকুবেরের পরিবারের সদস্যদেরকেও রাখা হয়েছে।
রোমান আব্রামোভিচ ছাড়াও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার আওতায় যারা রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য- গ্যাজপ্রমের সিইও অ্যালেক্সি মিলার, রোশিয়ার চেয়ারম্যান দিমিত্রি লেবেডেভ, রোসটেক সভাপতি সের্গেই চেমেজভ, ট্রান্সনেফটের সভাপতি নিকোলাই টোকারেভ, ভেনেশেকোনমব্যাংকের চেয়ারম্যান ইগর শুভালভ এবং রাশিয়ার সরাসরি বিনিয়োগ তহবিলের সিইও কিরিল দিমিত্রিয়েভ।
সূত্র: বিবিসি