সাইফুল ইসলাম ফয়সালঃ কুমিল্লা নগরীর ২নং ওয়ার্ড ছোটরা সবুজবাগ লেনের আয়েশা আক্তার তার চাচি, সাত বছর যাবৎ রাজিবের সাথে জোড় করে অবৈধ সম্পর্কে জড়িয়ে রাখতে অনেক প্রচেষ্ঠা করে। চাচি আয়েশা আক্তার রাজিবকে আত্মহত্যা করতে বাধ্য করার সূত্র ধরে রাজিবের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট ১নং আমলী আদালতে- গত ২০২০ সালের ১৮ এপ্রিল ৩০৬ ধারায় একটি মামলা করেন। ৩০/০৩/২০২২ইং তারিখে সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট ১নং আমলী আদালত কুমিল্লা থেক আয়শা আক্তারের বিরুদ্ধে মামলা নং CR-৪৭২/২০, স্মারক নং ৩৯৯ এবং ফৌজদারী কার্য বিধি ৭৫ ধারা, দণ্ডবিধি: ৩০৬ ধারা মোতাবেক এর গ্রেফতারী ওয়ারেন্ট জারী করা হয়।
রাজিব হত্যা মামলার আসামী আয়েশা আক্তারকে বুধবার রাত ৮ টায় নিজ বাড়ি থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ কর্মকর্তা বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।