• আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এখনই যুদ্ধবিরতি নয়, ইতালির প্রধানমন্ত্রীকে বলেছেন পুতিন

| নিউজ রুম এডিটর ৭:২৬ অপরাহ্ণ | মার্চ ৩১, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

রাশিয়া এখনই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি করতে ইচ্ছুক নয়। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কথা বলেছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী এই তথ্য জানান। মারিও দ্রাঘি বলেন, পুতিন তাকে বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি করার মতো শর্ত এখনো পূরণ হয়নি।

ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে, পুতিন তাকে আরও বলেছেন, ইউরোপীয় ফার্মগুলোর সঙ্গে রাশিয়ার গ্যাস বিক্রির চুক্তি কার্যকর থাকবে। ফার্মগুলো রুশ মুদ্রা রুবলের পরিবর্তে ইউরো এবং ডলারে মূল্য পরিশোধ করতে পারবে। যদিও গত সপ্তাহে পুতিন ইউরোপীয় দেশগুলোকে রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া-ইউক্রেন বেশ কয়েকবার আলোচনায় বসেছে। সর্বশেষ মঙ্গলবার তুরস্কে আলোচনায় বসে দুইপক্ষ। এই আলোচনায় কিয়েভের আশপাশে সামরিক অভিযান ‘ব্যাপকভাবে কমানোর’ কথা বলেছে রাশিয়া। তবে এটি ‘যুদ্ধবিরতি’ না বলে খোলাখুলি জানিয়ে দিয়েছে রাশিয়া।