• আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজদিখানে মাটি না কেনায় জোরপূর্বক রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ,ভোগান্তি!

| নিউজ রুম এডিটর ৭:৪৪ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফসলী জমির মাটি না কেনায় রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল পৌনে ৭ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার সংলগ্ন সাজিদ ব্রিকস কোম্পানীর সামনের সরকারী পাকা রাস্তায় মাটি না কেনার জেরে মাটি ফেলে রাস্তা বন্ধ করে দেয় রামকৃষ্ণদী গ্রামের আবু বক্করের মোঃ সজীব (৩০), পিতা মোঃ সিদ্দিক শেখের ছেলে মোঃ সায়েম শেখ (২৮), বোরহান ভুইয়ার ছেলে মোঃ মিনার হোসেন ভুইয়া(৩২)।

এ ঘটনায় সাজিদ ব্রিকস কোম্পানীর ম্যানেজার রামকৃষ্ণদী গ্রামের আঃ রশিদ সরকারের ছেলে মোঃ আখিনুর (৩০) বাদী হয়ে সিরাজদিখান থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ৭ টার দিকে উপজেলার রামকৃষ্ণদী বাজার সংলগ্ন সাজিদ ব্রিকস কোম্পানীর ইটভাটায় জোর পূর্বক মাটি বিক্রয় করতে আসে রামকৃষ্ণদী গ্রামের আবু বক্করের মোঃ সজীব (৩০), পিতা মোঃ সিদ্দিক শেখের ছেলে মোঃ সায়েম শেখ (২৮), বোরহান ভুইয়ার ছেলে মোঃ মিনার হোসেন ভুইয়া(৩২)। সাজিদ ব্রিকস কোম্পানীর ম্যানেজার মোঃ আখিনুর তাদের কাছ থেকে মাটি কিনতে অসম্মতি প্রকাশ করলে মাটি বিক্রি করতে না পারার ক্ষোভে কোম্পানীর ইট ভাটার সামনে সরকারী পাকা রাস্তায় একাধিক ট্রাকের মাটি জোর পূর্বক ফেলে দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। ফলে রাস্তাটি দিয়ে স্থানীয় লোকজনের যাতায়াতে ভোগান্তির পাশাপাশি ও চলাচলে বেকায়দায় পরতে হয়েছে বিভিন্ন যানবাহনের চালকদের। সাজিদ ব্রিকস কোম্পানীর ম্যানেজার ভুক্তভোগী আখিনুর বলেন, আমাদের মাটি কেনা শেষ। মাটি কিনে রাখার জায়গাও নেই। তাই আমরা তাদের কাছ থেকে মাটি কিনবো না বললে তারা জোর করে রাস্তায় মাটি ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে।

স্থানীয় লোকজনের চলাচলে বাধা তৈরি করেছে তারা। এ ব্যপারে থানায় অভিযোগ করেছি এবং তাদের বিচার দাবি করছি। এ ব্যপারে অভিযুক্তদের বাড়িতেও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা সাংবাদিক দেখে পালিয়ে যায়।সিরাজদিখান থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।