খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের ভুঞাপুরে দুই শিশু ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সাজিম (৬) ও সানি (৪ মাস) তারা উপজেলার নিকরাইল ইউনিয়নের এক নম্বর পুনর্বাসন এলাকার ইউসুফের ছেলে।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের এক নম্বর পুনর্বাসন এলাকায় এই ঘটনা ঘটে । সাজিম ও সানির বাবা ইউসুফ বলেন, আমি শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করে আসতেছি। আমি মাছ ধরার কাজে বাড়ি বাহিরে যাই। আমার শ্বাশুড়ি সূর্য বানু আমাকে ফোন করে বলে বাড়ি আসতে , বাড়ি এসে দেখি আমার বউ ও সন্তানের ঘরে ভিতরে বন্ধ। আমি অনেক চেষ্টা করে ঘরের দরজা খুলতে পারিনি, তাই বাধ্য হয়ে ঘরের টিন খুলে ঘরের ভেতরে ঢুকে আমার বড় ছেলে সাজিম, ছোট ছেলে ছানিকে মৃত অবস্থায় খাটের উপর দেখতে পাই, এবং আমার স্ত্রী শাহীদা কে অচেতন অবস্থায় পাশেই পড়ে থাকতে দেখি। আহত শাহিদাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা ও পুলিশের ধাওয়া মা তার দুই শিশুকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছে। স্হানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন , দুই শিশুর মৃত্যুর ঘটনাটা খুবই দুঃখজনক, আসল ঘটনার জন্য পুলিশ তদন্ত করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন , খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আমার ফোর্স সমূহ পাঠানোর হয়েছে। তারা সেখান থেকে দুইটি শিশু বাচ্চা লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরের সিলিং ফ্যান পড়ে মৃত্যু হতে পারে। তবে বিষয়টি নিয়ে রহস্য দেখা দিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।