• আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাংগা জেলার জীবননগরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

| নিউজ রুম এডিটর ৭:৪৮ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০২২ বাংলাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি ঃ জীবননগরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বসতবাড়ি হস্তান্তর করা হয়েছে। গতকাল উপজেলা সভাকক্ষে ভ‚মিহীনদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বসতবাড়ীর দলিল হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শারমিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু. মো. আব্দুল লতিফ অমলম ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ৩৪ জন গৃহহীনকে ২শতক জমির দলিলসহ বসতবাড়ী হস্তান্তর করা হয়।