আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় মামুন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মামুনের চাচা রিয়াজ হোসেন আহত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মে) সকালে উপজেলার সাব- রেজিস্টার অফিসের সামনে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মামুন পাটগ্রাম পৌরসভার সোহাগপুর এলাকার মালেকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে চাচা রিয়াজসহ পাটগ্রাম থেকে রংপুরে যাওয়ার পথে হাতীবান্ধা সাব- রেজিস্টার অফিসের সামনে বুড়িমারী- লালমনিরহাট মহাসড়কে একটি বাই সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেলে থাকা মামুন ও রিয়াজ ছিটকে পরে গেলে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করেন।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।