• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক |

ভারতের তুলনায় দেশে তেলের দাম অনেক কম

বাংলাদেশের চেয়ে অনেক বেশি দামে ভারতে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। তবে দেশে ব্যবসায়িক কারসাজি নিয়ন্ত্রণে থাকলে দাম আরও কম হতো বলে মনে করেন অর্থনীতিবিদরা। এদিকে নতুন দাম নির্ধারণের পর এখনও বাজারে সয়াবিন না পাওয়ায় হতাশ ক্রেতা-বিক্রেতারা।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম উঠানামা করায় এরই মধ্যে সব দেশেই নাভিশ্বাস অবস্থা। প্রতিবেশী দেশ ভারতে প্যাকেটজাত ও নিম্নমানের খোলা সয়াবিনের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি। দেশটিতে খোলা সয়াবিন প্রতি লিটার ২২৪ টাকা পড়লেও বাংলাদেশে সবশেষ খোলা সয়াবিনের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা লিটার নির্ধারণ করা হয়। এছাড়া এক লিটারের বোতলজাত সয়াবিন তেলে ১৯৮ টাকা, পাঁচ লিটারের বোতলজাত তেল ৯৮৫ টাকা এবং পাম ‍সুপার তেলের দাম ১৭২ টাকা নির্ধারণ করে সরকার।

দেশের বাজারে তেলের দাম ভারতের চেয়ে কম থাকলে, তা সুখকর নয় বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। অসাধু ব্যবসায়ীদের মজুতকরণ ও সিন্ডিকেট না থাকলে আরও কম দামে মানুষ তেল কিনতে পারত বলেও জানাান তারা।

এদিকে বৃহস্পতিবার (৫ মে) তেলের নতুন দাম সমন্বয়ের দুদিন পরও বাজারে মিলছে না সয়াবিন তেল। হঠাৎ তেলের দাম বাড়ায় বিপাকে পড়া আরেক ক্রেতা বলেন, আগে ১৩০ থেকে ১৪০ টাকা লিটার দরে তেল পাওয়া যেত। কিন্তু হঠাৎ করে এত হারে বেড়ে গেলে তো আমরা চলতে পারব না। কোনো দোকানে তেল নেই। এক লিটার তেল ২০০ টাকা এবং ৫ লিটারের তেল এক হাজার টাকা চাচ্ছে। তারপরও তেল পাওয়া যাচ্ছে না।

তবে ডিলাররা বলছেন, রোববার (৮ মে) ব্যাংক খোলার পর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

অন্যদিকে বেশি দামেও তেল না পেয়ে হতাশ ভোক্তারা।

তবে বাজারে পাম তেল সরবরাহ থাকলেও ডিলাররা নির্ধারিত দামের চেয়ে বেশি নিচ্ছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।