• আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে সাপের কামড়ে নারীর মৃত্যু

| নিউজ রুম এডিটর ১:৪৪ অপরাহ্ণ | মে ১৯, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সাপের কামড়ে আমিনা বেগম (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে তার মৃত্যু হয়। আমিনা বেগম ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুল ইসলাম জানান, ওই নারী তার বাড়িতে মুরগী রাখার খাঁচায় হাত দিলে তাকে সাপ কামড় দেয়। প্রথমে তাকে হাতীবান্ধা হাসপাতালে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে বলে জানা গেছে।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।