• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

এবার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে দুদকে তলব

| নিউজ রুম এডিটর ৭:৩০ অপরাহ্ণ | মে ১৯, ২০২২ শিক্ষাঙ্গন

মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও: দুর্নীতি ও নানান অনিয়মের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে দুদকে তলব করা হয়েছে।

গত (১০ মে) দিনাজপুর দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্র থেকে বিষয়টি জানা যায়।

ওই চিঠিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও জেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সিন্ডিকেটের চরম দুর্নীতিতে বিদ্যালয়ের মেরামত ও শিক্ষার্থীদের উপকরণের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও বদলী বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং শিক্ষক হয়রানীর অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই শিক্ষকের শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন। এ জন্য আগামী (২২ মে) সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় পুলহাট স্টাফ কোয়াটারে উপস্থিত হতে বলা হয়েছে।

এ ব্যাপারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, দুদক থেকে দেওয়া তিনি কোন পত্র পাননি। তবে শুনেছি। দুদকে যাবো কি না পরে সিন্ধান্ত নিবো।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুদক থেকে দেওয়া পত্র পেয়েছি। নির্দিস্ট তারিখে ওই শিক্ষক গোলাম মোস্তফাকে যথা সময়ে উপস্থিত হতে বলা হয়েছে।