• আজ ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ | ভারতের হামলায় ১১ সেনাসহ ৫১ জন নিহত, কড়া হুঁশিয়ারি পাকিস্তানের | ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ |

টাঙ্গাইলে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে অকালে ঝরে গেল আব্দুল জলিলের প্রাণ

| নিউজ রুম এডিটর ২:৪১ অপরাহ্ণ | মে ২১, ২০২২ সারাদেশ

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইল পৌর শহরে এলাকায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে আব্দুল জলিল (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২০ মে) বিকেলে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড আশেকপুর এলাকার বুলবুল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের আব্দুস সালামের ছেলে আহতরা হলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাস পুকুরিয়া গ্রামের শাকিল খানের ছেলে হাসান খান (১০) ও টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে আলতাফ (৬০)।

নিহতের মামা আব্দুল হামিদ জানান , আমার ভাগ্নে দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল, আজকে ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে নগরজলপাই নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারা, আইনি কাজ শেষ করে ভাগ্নের গ্রামের বাড়ি মাটিকাটা কবরস্থানে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে আমরা খুবই শোকাশত।

নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন , ছেলেটির মৃত্যুটি যেন হৃদয়বিদারক। ছেলেটির‌ মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন ,অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত এবং দুই জন গুরুতর আহত হন।