• আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামাবাদের দিকে এগোচ্ছেন ইমরান খান, দিলেন যে কঠোর হুমকি

| নিউজ রুম এডিটর ৮:২৮ অপরাহ্ণ | মে ২৫, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

নতুন নির্বাচনের তারিখ ও বর্তমান জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লং মার্চ নিয়ে এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানে বুধবার একটি খবর ছড়ায় যে দেশটির বর্তমান সরকারের সঙ্গে চুক্তি করেছেন ইমরান খান। কিন্তু সেটিকে গুজব বলে অভিহিত করেন ইমরান। তিনি জানান, কোনো চুক্তি হয়নি । সমর্থকদের লং মার্চ নিয়ে রাজধানীতে আসার অনুরোধ করেন তিনি।

সঙ্গে ইমরান খান সতর্কতা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত তিনি ইসলামাবাদে থাকবেন।

এ ব্যাপারে ইমরান খান টুইটে বলেন, গুজব ছড়িয়েছে একটি চুক্তি হয়েছে। অবশ্যই এমন কোনো চুক্তি হয়নি। আমরা ইসলামাবাদের দিকে এগুচ্ছি এবং চুক্তির কোনো প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, যতক্ষণ সংসদ (জাতীয় পরিষদ) ভেঙে দেওয়া ও নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা হবে ততক্ষণ আমরা ইসলামাবাদে থাকব। ইসলামাবাদ ও পিন্ডির জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ইমরান খান প্রথমে খাইবার পাখতুনকার ওয়ালিইনচার্জে হেলিকপ্টারে আসেন। এরপর সেখান থেকে দোতালা বাসে করে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেন।

এদিকে ইমরান খানের লং মার্চ ঠেকাতে ইসলামাবাদের প্রবেশ পথগুলোতে কন্টেইনার বসায় পাকিস্তান সরকার।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানাচ্ছে, অনেক জায়গায় কন্টেইনারগুলো সরিয়ে ফেলেছে ইমরান খানের সমর্থকরা। ফলে তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদের গাড়ির ওপর হামলা চালিয়ে তার গাড়ির সামনের কাচ ভেঙে দেয় পুলিশ।

সূত্র: ডন, জিও নিউজ, দ্য এক্সপ্রেস ট্রিবিউন