• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

যারা ৭৫’র হাতিয়ার গর্জে ওঠার স্লোগান দেয় তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না: এসএম কামাল হোসেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, যারা ৭৫’র হাতিয়ার গর্জে ওঠোর আরেকবার স্লোগান দেয় তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। ওরা খুনি চক্র, সন্ত্রাসী গোষ্ঠি। স্বাধীন বাংলাদেশে খুনিদের রাজনীতি করার অধিকার নেই। আজ দুপুরে পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভাচুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসএম কামাল হোসেন বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে দুর্নীতি করেছেন। এতিমের অর্থ আত্মসাত করে মামলায় সাজাপ্রাপ্ত। বিএনপির আরেক নেতা তারেক রহমান মুচলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে বিদেশ বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে তারা লাশ ফেলার রাজনীতি করছে। সে কারণে অছাত্র, বহিরাগতদের দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অরাজকতা করার চেষ্টা করছে। তারা স্লোগান দেয় ৭৫’র হাতিয়ার গর্জে ওঠোর আরেকবার’। এরা ঘাতক চক্র। এদের রাজনীতি করার কোন সুযোগ নেই।

বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম ও সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি প্রমুখ।
সম্মেলনের মাধ্যমে পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে বেড়া পৌরসভার মেয়র এস এম আসিফ শামস রঞ্জন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রভাষক আবু সাঈদ।