স্টাফ রিপোর্টারঃ সিলেট ও সুনামগঞ্জের দূর্গত এলাকার বণ্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের লক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি শামীম শিকদার ও সংগঠনের আসিফ খান ইমন , অনিক ভূঁইয়া, ইনতিসা, আলমগীর, কাউছার, হোসাইন, সায়েদ সারেংয়ের পক্ষ থেকে রবিবার সকাল ১০ টায় ঢাকার গুলশানে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে মহাসচিব মোঃ সাইফুল ইসলামের কাছে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আগামীকাল ৩০ মে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সিলেট ও সুনামগঞ্জের দূর্গত এলাকা পরিদর্শন শেষে সেসব এলকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে।