• আজ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু উদ্বোধনে খালেদা জিয়াকে দাওয়াত দিতে বাধা নেই : আইনমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৩:৫৭ পূর্বাহ্ণ | জুন ৬, ২০২২ আইন ও আদালত, লিড নিউজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু উদ্বোধনের সময় দাওয়াত দিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সরকার খালেদা জিয়াকে পদ্মা সেতু উদ্বোধনের সময় দাওয়াত দেবে। এ বিষয়ে আইনি কোনো বাধা নেই বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে জানিয়েছি। ’

ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত ১৪৬তম রিফ্রেসার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বিষয়ে দুটি শর্ত আছে, তা হলো তিনি বাংলাদেশের ভেতরে চিকিৎসা নেবেন, আর হলো বিদেশে যেতে পারবেন না। সে কারণে পদ্মা সেতু উদ্বোধনের সময় তাকে দাওয়াত দিতে আইনি কোনো বাধা নেই। ’

তিনি বলেন, “শেখ হাসিনার সরকার বিদ্বেষের বশীভূত হয়ে কারো বিরুদ্ধে কোনো ‘অ্যাকশন’ নেয় না। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া ও তার পুত্রদ্বয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়েছিল।

সেগুলো দুদকের তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। ”