• আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

| নিউজ রুম এডিটর ৭:৫৩ অপরাহ্ণ | জুন ৬, ২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। গত ৩ দিনের টানা বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। রোববার (৬ জুন) দিবাগত রাত ৪টায় উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ঠাকুরির মাটি পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুবের আহেম্মেদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের পাঁচ বছর বয়সী ছেলে সাফি আহম্মেদ এবং জুবায়েরের মা শামিমারা বেগম।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কয়েকটি পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছিল। রাতে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে এক পরিবারের চারজন মাটিচাপায় মারা যান।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুতফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুটি ঘরে একই পরিবারের ৮ জন লোক বাস করতো। এর মধ্যে ৪ জন মারা গেছে। বাকি ৪ জন সামান্য আহত হয়েছেন।