• আজ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা | একেকজনের মৃত্যুতে জেগে উঠবে শত শত বীর: ইরানের প্রেসিডেন্ট | ডেঙ্গু ও করোনা প্রতিরোধে  শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা | বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা | ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলাকারী চেয়ারম্যানের কারাগারে ‘আত্মহত্যা’ | ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা চীনের | ইসরাইলে নতুন করে মিসাইলের বহর ছুঁড়ল ইরান | লন্ডনে ‘একান্ত বৈঠকের’ আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে |

নড়াইলে ৬টা অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক সিলগালাসহ বন্ধ।

| নিউজ রুম এডিটর ৭:৩৯ অপরাহ্ণ | জুন ৭, ২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, (নড়াইল জেলা) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় ৬টা অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক সিলগালাসহ বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (৬ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদার বলেন, সারা দেশের ন্যায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ইতোপূর্বে নড়াইলে অনিবন্ধিত ক্লিনিক সিলগালাসহ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার-নির্ধারিত সময়ে ক্লিনিকগুলোর নিবন্ধন ও নবায়ন না হওয়ায় নিজ নিজ উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো হলো লোহাগড়া ডায়াগনস্টিক সেন্টার, বন্ধন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (লক্ষ্মীপাশা), পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার (লক্ষ্মীপাশা),পাইলস চিকিৎসালয় (এড়েন্দা), আলিফা ডায়াগনস্টিক সেন্টার (লাহুড়িয়া), ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (লাহুড়িয়া)।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় লোহাগড়া উপজেলার ৬টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে সিলগালাসহ বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের অনুমতি সাপেক্ষে আবার সেবা কার্যক্রম শুরু করতে পারবেন ওই বন্ধ ক্লিনিকগুলো।