• আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল | পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন নিয়ে যা বললেন ফারুকী | সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি ঘোষণা | আজ সরস্বতী পূজা, সারাদেশে চলছে বিদ্যার দেবীর আরাধনা | যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭,৪০০ অবৈধ অভিবাসী গ্রেফতার | প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন অভ্যুত্থানে আহতরা | ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল | সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না : মির্জা ফখরুল | আজ পিপলস নিউজ’র সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ এর জন্মদিন | গুলশান-১ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের |

নড়াইলে ৬টা অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক সিলগালাসহ বন্ধ।

| নিউজ রুম এডিটর ৭:৩৯ অপরাহ্ণ | জুন ৭, ২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, (নড়াইল জেলা) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় ৬টা অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক সিলগালাসহ বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (৬ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদার বলেন, সারা দেশের ন্যায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ইতোপূর্বে নড়াইলে অনিবন্ধিত ক্লিনিক সিলগালাসহ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার-নির্ধারিত সময়ে ক্লিনিকগুলোর নিবন্ধন ও নবায়ন না হওয়ায় নিজ নিজ উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো হলো লোহাগড়া ডায়াগনস্টিক সেন্টার, বন্ধন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (লক্ষ্মীপাশা), পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার (লক্ষ্মীপাশা),পাইলস চিকিৎসালয় (এড়েন্দা), আলিফা ডায়াগনস্টিক সেন্টার (লাহুড়িয়া), ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (লাহুড়িয়া)।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় লোহাগড়া উপজেলার ৬টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে সিলগালাসহ বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের অনুমতি সাপেক্ষে আবার সেবা কার্যক্রম শুরু করতে পারবেন ওই বন্ধ ক্লিনিকগুলো।