• আজ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে ইয়াবাসহ দুই যু্বক আটক

| নিউজ রুম এডিটর ৮:৪৪ অপরাহ্ণ | জুন ১৩, ২০২২ সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১৩ জুন) বিকালপৌনে ৫ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাও কালী মন্দিরের সামনে থেকে তাদের আটক করে সিরাজদিখান থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক তুহিন সরকার(২৯) হাজীগাও গ্রামের মোঃ সামাদ সরকার এর ছেলে এবং মোঃ পয়েট চৌধুরী দ্বয়কে (২০) পশ্চিম ব্রেজেরহাটি গ্রামের মোঃ বাবুল চৌধুরীর ছেলে।

আটককৃত ওই দুই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। সিরাজদিখান থানার ওসি কে.এম মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকার অভিযান পরিচালনা করে তাদেরকে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।