আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে তিস্তা ব্যাটালিয়ন- ২ (৬১ বিজিবির) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) দুপুরের দিকে ঘটিকায় জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় অবস্থিত ব্যাটালিয়ন সদর দপ্তরে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে , মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ১ কোটি গাছ রোপণের এ সামাজিক আন্দোলনে বিজিবি সম্পৃক্ত হয়েছে।
এ কর্মসূচীতে সীমান্তবর্তী বিওপি ক্যাম্প সমূহের মাধ্যমে গ্রাম এলাকার জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ ও সাধারণ মানুষদেরকে গাছ রোপণে উৎসাহিত করতে কাজ করছে বিজিবি। দেশে ধীরে ধীরে বনভূমি কমে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। জীবনের প্রয়োজনে ও দেশের বনভূমি বৃদ্ধির লক্ষ্যে গত এক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করে বর্ডারগার্ড বাংলাদেশ রংপুর তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)। জেলার তিস্তা ব্যারেজ এলাকায় অবস্থিত ব্যাটালিয়ন সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচী পালন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)- এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সৈনিকগণ এবং গণমাধ্যমকর্মীরা।