• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

| নিউজ রুম এডিটর ৯:২১ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২২ নাটোর, সারাদেশ

নাটোরে ট্রেনে কাটা পড়ে মো. সোহাগ (২২) নামে এক যুবকের শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর রেলওয়ে প্লাটফরম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোহাগ সদর উপজেলার চানপুর গ্রামের ফরিদের ছেলে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার ওই যুবক ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর স্টেশন প্লাটফরমে ধীরগতিতে ঢোকার মুহূর্তে ওই যুবক প্লাটফরমে নামতে গিয়ে পড়ে যান। এসময় তার দুই পা ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত ট্রেনের নিচে থেকে উদ্ধার করে। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে আহত যুবককে নিয়ে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোর রেলওয়ে স্টেশনে কর্মরত রেলওয়ে পুলিশের এসআই আবু তালেব জানান, ট্রেনটি প্লাফরমে প্রবেশ করার পর পরই ট্রেনের সামনের দিকে হই চৈই শুনতে পান। এসময় তিনি ট্রেনের পেছনের বগির দিকে কর্মরত ছিলেন। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান স্থানীয়রা দেহ থেকে বিচ্ছিন্ন পাসহ আহত যুবককে ট্রেনের নিচ থেকে উদ্ধার করে প্লাটফরমে তুলে রেখেছেন। পরে ফায়ার স্টেশন কর্মীরা এসে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।

রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম মোল্লা জানান, ওই যুবক ট্রেন থেকে নামার সময় নিচে পড়ে যান। এই দুর্ঘটনার কারণে প্রায় ১০ মিনিট বিলম্বে ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়।