• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

মাপে কম, কুড়িগ্রামে এক পেট্রোল পাম্পকে জরিমানা

| নিউজ রুম এডিটর ৩:৩৫ অপরাহ্ণ | আগস্ট ৭, ২০২২ কুড়িগ্রাম, সারাদেশ

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরে তেলের পরিমাপে কারচুপি করায় সোনামণি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

৭ আগস্ট (রবিবার) দুপুরের দিকে ওই পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ দন্ডাদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে সোনামণি ফিলিং স্টেশনে অভিযান চালাই। অভিযানকালে সোনামণি ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপি পাওয়া যায়। প্রতি ৫ লিটারে ২৬০ মিলিলিটার করে কম পেট্রোল দিচ্ছিল পাম্পটি। পরিমাপে কারচুপির অপরাধে পাম্পের মালিক আবুল কালাম আজাদকে প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

তিনি আরো বলেন,এসময় কুড়িগ্রামের আরও কয়েকটি পাম্পে অভিযান পরিচালনা করে তেলের পরিমাপ সঠিক পাওয়া গেয়েছে।

এ অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ নাসির উদ্দীন ও সদর থানা পুলিশ।