• আজ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

| নিউজ রুম এডিটর ৩:২৯ অপরাহ্ণ | অক্টোবর ২১, ২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০২৪এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ৩ বছর মেয়াদী কমিশন কর্তৃক কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষাবিদ ও দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক প্রফেসর মো: লিয়াকত আলী, সহ সভাপতি দারুল ফালাহ মাদ্রাসার পরিচালক মুফতি জোবায়ের আহমাদ, ডা. মহিউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক আইনজীবী ব্যারিস্টার মো: রাজু মিয়া।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন সময় টিভির জেলা প্রতিনিধি মো: বাদশাহ্ মিঞা, প্রভাষক মো: রেজাউল করিম সরকার, সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান, আইনজীবী আশরাফুল আলম মিঠু, আইনজীবী নাজমা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: গোলাম মোস্তফা, আইনজীবী মোছা: মাসুমা খাতুন কলি, অবসরপ্রাপ্ত শিক্ষক দেওয়ান এনামুল হক ও দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান খন্দকার।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবার ২০২৫ তারিখে পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে নতুন কমিটি আগামী তিন বছর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।