• আজ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি | আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল | সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরাইলকে কড়া হুঁশিয়ারি | মির্জা ফখরুলের সাথে বৈঠক করলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ফেরেস | ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা |

বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙে নদীতে

| নিউজ রুম এডিটর ১০:৫১ অপরাহ্ণ | অক্টোবর ৭, ২০২২ সারাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় ১৫ বছরের পুরনো একটি সেতু ভেঙে পড়েছে। শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার ছান্দ্রা গ্রামের কাছে কালাডুমুর নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর বাল্কহেডের চালক ও তার সহকারীরা সাঁতরে তীরে উঠে যায়।

স্থানীয় এক বাসিন্দা জানান, কালাডুমুর নদীর ওপর নির্মিত সেতুটি দক্ষিণের ছান্দ্রা গ্রাম থেকে উত্তরের গলিয়ার চর ও চরচার পাড়সহ অন্তত পাঁচ গ্রামের যোগাযোগের মাধ্যম। সেতু ভেঙে পড়ায় ছয় কিলোমিটার পথ ঘুরে গৌরীপুর বাজার ও গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে যাতায়াত করতে হবে এসব এলাকার বাসিন্দাদের।

স্থানীয় রায়পুর পোস্ট অফিসের মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘চারদিন আগে এক দুর্ঘটনায় সেতুর একটি অংশ ভেঙে পড়ে। আর শুক্রবার ভোররাতে বাল্কহেডের ধাক্কায় সেতুটি সম্পূর্ণ ভেঙে যায়। সেতুর ভাঙা অংশ এখনো বাল্কহেডের ওপরে পড়ে আছে। তিন হাজার মানুষের যাতায়াতের সেতুটি ভেঙে যাওয়ায় ভোগান্তির শেষ নেই।’

ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের স্টেশন অফিসার মো. রাসেল বলেন, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেছেন, যেহেতু বাল্কহেড ভেঙেছে, তাই তারাই উদ্ধার কাজ করবে। প্রয়োজন হলে আমাদের ডাকবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. আফসার হোসেন খন্দকার বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। সেতুটি মেরামতের সুযোগ নেই। তাছাড়া সেতুটি ডেমেজ হয়ে গেছে। নতুন আরেকটি সেতু স্থাপনের জন্য কাগজপত্র প্রস্তুত করছি।’