স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর লিয়াকত আলীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। গত রবিবার (২৩ অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে তাকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ, ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ ফারুকুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার খান।সাবেক চেয়ারম্যান মীর লিয়াকত আলী ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন ।