• আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

‘মারো, মুঝে মারো’ জিম্বাবুয়ের কাছে হেরে যা বললেন সাকিব

| নিউজ রুম এডিটর ৬:০০ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০২২ খেলাধুলা

পাকিস্তান ভারতের কাছে হেরে যাওয়ায় এক ডায়লগেই বিখ্যাত হয়েছিলেন মুমিন সাকিব। সেবার তিনি বলেছিলেন, ‘মারো, মুঝে মারো’। এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান, দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাবর আজমের দল। তাও আবার জিম্বাবুয়ের কাছে।

আর সেই জয়ে মুনিম এবার ‘মারো, মুঝে মারো’ সংলাপ আওড়ে নিজের দলের সমালোচনা করেননি। উল্টো তিনি জিম্বাবুয়ের এক সমর্থককে শুভকামনা জানিয়েছেন।

ইন্সটাগ্রাম পোস্টে সাকিব জিম্বাবুয়ের জয়ে অভিনন্দন জানিয়ে বলেন, আমি দুঃখ পেয়েছি তবে জিম্বাবুয়ে জিতেছে সে কারণে নয় বরং পাকিস্তানের হারের জন্য।
সাকিব আরও বলেন, ‘কোনো কথা নেই, হারকে জয়ে পরিণত যে করতে পারে সে-ই তো বাজিগর।’